ডেক্সটপে টুইটারের নাইট মোড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন আপডেটে ডেক্সটপের জন্য টুইটার উন্মুক্ত করেছে নাইট মোড অপশন। এর ফলে টুইটার পেইজের সাদা ব্যাকগ্রাউন্ড এখন কালো ব্যাকগ্রাউন্ডে বদলা ফেলা যাবে।

টুইটার প্রোফাইলে কালো ব্যাকগ্রাউন্ড দেখতে চাইলে ব্যবহারকারীদেরকে প্রথমে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। এরপরে ড্রপ ডাউন মেনুর সর্বশেষে থাকা নাইট মোড অপশনটিতে ক্লিক করলেই বদলে যাবে সাদা ব্যাকগ্রাউন্ড।

অপশনটি খুঁজে পাওয়ার সুবিধার্থে নাইট মোড অপশনটির পাশে চাঁদের একটি আইকনও যুক্ত করা হয়েছে। নাইট মোডের কারণে টুইটারের ফন্টেও পরিবর্তন আনা হয়েছে। স্ট্যাটাসগুলো এখন সাদা রং আর লিঙ্কগুলো এখন নীল রঙে দেখা যাচ্ছে।

টুইটারের নাইট মোড সম্পর্কে আগেই আভাস দিয়েছিলেন প্রতিষ্ঠানটির মুখপাত্র। অপশনটি নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালানোর পরই তা ব্যবহারকারীদের জন্য বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়।

ডেক্সটপ ব্যবহারকারীদের জন্য বুধবার থেকে আপডেটটি সবার কাছে পৌঁছাতে শুরু করেছে। টুইটার জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রত্যেক ব্যবহারকারীর হাতের নাগালে থাকবে নাইট মোড অপশনটি।

এর আগে, গত বছরই টুইটারের আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপে নাইট মোডের আপডেট পেয়েছিলেন ব্যবহারকারীরা।