ডেইরি মিল্ক চকলেটে মোমের প্রলেপ, বিষ খাচ্ছে শিশুরা

নিজস্ব প্রতিবেদক:

ডেইরি মিল্ক চকলেটে মোমের প্রলেপ পাওয়া গেছে। ভারতের একজন ক্রেতা ডেইরি মিল্ক চকলেটে আগুন দিয়ে সেটি পরীক্ষা করেছেন। সেই ভিডিও তিনি ফেসবুকেও ছড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন ডেইরি মিল্ক চকলেটের নামে বিষ খাচ্ছে শিশুরা। এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করারও আহ্বান জানিয়েছেন ঝুমা নামের ওই ক্রেতা।

ভারতের এই ডেইরি মিল্ক চকলেট বাংলাদেশেও আমদানি করা হয়। বাংলাদেশের দোকানে দোকানে আসল নকল ডেইরি মিল্ক চকলেটের ছড়াছড়ি। ভারতে তৈরী ডেইরি মিল্ক চকলেটেই যদি মোমের প্রলেপ দেওয়া হয়, তাহলে বাংলাদেশে তৈরী নকল ডেইরি মিল্ক চকলেটে কী মেশানো হচ্ছে সেটা এখন ভেবে দেখার বিষয় বলে মনে করেন রাজশাহীর কয়েকজন অভিভাবক।

রাজশাহী নগরীর উপশহর এলাকার বাসিন্দা নূসরাত হোসেন বলেন, ‘আমাদের শিশুদের চকলেটগুলোর মান নিয়ে এমনিতেই আমরা সন্দিহান। এর ওপর যিদি ভারত থেকে আমদানীকৃত চকলেটেও ক্ষতিকারক কিছু মেশানো থাকে, তাহলে শিশুরা কি খাবে।’

আরেক অভিভাবক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে শিশুদের জন্য যেসব চকলেট বাজারে বিক্রি হয়, সেগুলোর মাণ পরীক্ষাও জরুরী। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের এই শিশুদের চকলেটের কোনো মাণ পরীক্ষা হয় বলে জানা নেই। এটি সত্যি ভয়ঙ্কর। আমরা উদ্বিগ্ন। এভাবে চলতে দেওয়া যায় না। আমার মনে হয় বাংলাদেশের বাজারে যেসব চকলেট বিক্রি হয়, সেগুলোতেও ভেজাল রয়েছে।’

স/আর