ডিবি পুলিশ পরিচয়ে মহানগর শিবির সভাপতিকে আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
ডিবি পুলিশে পরিচয়ে রাজশাহী মহানগর শিবিরের সভাপতি জসিম উদ্দিন সরকারকে আটকের পর পায়ে গুলি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে নগরীর ছোটবোনগ্রাম এলাকার একটি বাসার সামনে থেকে তাকে  ধরে নিয়ে যাওয়া হয়।

গণমাধ্যমে ইমেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি করেছে মহানগর শিবির। তবে তাকে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, এমন অভিযানের খবর তাদের কাছে নেই।

এদিকে, মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফাহাদ করিমের পাঠানো ওই ই-মেইল বার্তায় দাবি করা হয়, জসিমকে আটক করে তার পায়ে গুলি করা হয়েছে।

এতে আরও বলা হয়, সাদা পোশাকে এবং কোনো প্রকার পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতারের বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও মহানগর শিবিরের সভাপতিকে গ্রেফতার করে আদালতের চরম অবমাননা করেছে আইন-শৃংখলা বাহিনী। বিজ্ঞপ্তিতে জসিম উদ্দিন সরকারকে অবিলম্বে আদালতে সোপর্দের দাবিও জানানো হয়।

স/অ