ডা. সাবরিনাকে জেলগেটে দুদকের জিজ্ঞাসাবাদ

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় করোনা টেস্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসাইনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল থেকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সেলিনা আখতার মনি জিজ্ঞাসাবাদ করছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য যুগান্তরকে জানান, বেলা ১১টা থেকে জেলগেটে ডা. সাবরীনাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এ রিপোর্ট লেখার সময় বিকাল ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছিল বলে জানান তিনি।

এর আগে গত ২০ আগস্ট সাবরীনাসহ ছয়জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

ডা. সাবরীনা ও আরিফুল ছাড়া অন্যরা হলেন- তাদের সহযোগী আ স ম সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা।

 

সূত্রঃ যুগান্তর