ডাইনোসরের হাড় চুরি, ১১ কোটি টাকায় বিক্রি

সিল্কসিটি নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ১০ লাখ ডলার মূল্যের ডায়নসোরর হাড় চুরি করে চীনে বিক্রির ঘটনা ঘটেছে, বাংলাদেশি মুদ্রায় যার দাম ১১ কোটি টাকারও বেশি। এর সঙ্গে জড়িত চারজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে বিচার করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সেরএক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ভিন্ট ওয়েড ও ডনা ওয়েড নামে দুজনে বয়স ৬৫ ও ৬৭। তারা দুজনেই ইউটাহর বাসিন্দা। বাকি দুজনের নাম স্টিভেন উইলিং(৬৭) ও তার ছেলে জর্ডান উইলিং (৪০)। তারা লস অ্যাঞ্চেলেজের বাসিন্দা। তাদের চারজনের বিরুদ্ধেই ১৩ মাত্রা অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

প্যালেটলজিকাল রিসোর্স সংরক্ষণ আইন অনুযায়ী, একে জীবাশ্ম অবশেষ বলা হয়ে থাকে। এগুলো পৃথিবীতে জীবনের ইতিহাস গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এগুলো সংরক্ষণের আইনও অনেক কঠোর।

মার্কিন অ্যাটর্নি ট্রিনা হিগিন্স বলেন, ডায়নোসরের হাড় চুরি করে এটি দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে একটি চক্র। এই চক্রের কারণে গবেষণাগার থেকে ডাইনোসরের অনেক জীবাশ্ম অবশেষ হারিয়ে যাচ্ছে। ভবিষ্যত প্রজন্মের জন্য তাই ডাইনোসর নিয়ে গবেষণা করা অনেক কঠিন হয়ে যাবে।