ডমিঙ্গোর মেয়াদ ১ বছর বাড়ানোর ইঙ্গিত পাপনের

সদ্যই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ী টাইগার কোচ রাসেল ডমিঙ্গো এখন ফুরফুরে মেজাজে আছেন। এই সিরিজের আগেও তাকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। চাকরি যায় যায় অবস্থাও হয়েছিল। তবে সেই দুর্দিন এখন কেটে গেছে। বরং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার চাকরির মেয়াদ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই ইঙ্গিত দিয়েছেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিবি আয়োজিত দোয়া মাহফিল শেষে পাপন বলেন, ‘এটা নিয়ে আসলে ফাইনাল কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। উনার মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্ত আছে, কাজেই এটা তো আছেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরে এটা বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু এখনও পর্যন্ত এই সিদ্ধান্তটা আমরা তাকেও জানাইনি বা আমরা নিজেদের মধ্যেও আলোচনা করিনি। কথা বলেছি কয়েক জনের সঙ্গে। আরো কয়েকজনের সঙ্গে বলতে হবে। কথা বলে ফাইনাল সিদ্ধান্ত নেব।’

ডমিঙ্গোর অধীনে বাংলাদেশ দলের দৃশ্যমান কোনো অগ্রগতি ছিল না। যদিও ২০১৯ সালের আগস্টে নিয়োগ পাওয়ার পর তিনি অনেক আশার বাণী শুনিয়েছিলেন। তবুও ডমিঙ্গোকে আগলে রেখেছিলেন বিসিবি বস পাপন। আজ তার কথায় অনেকটাই স্পষ্ট হলো ডমিঙ্গোর চাকরির মেয়াদকাল, ‘আমরা এখন এক বছরের জন্য চিন্তা-ভাবনা করছি। সামনে ২টি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আপাতত এই দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপই আমাদের মাথায় আছে। তারপর সবার সঙ্গে কথা বললে আরো বুঝতে পারব।’

 

সূত্রঃ কালের কণ্ঠ