“ঠোঁটের আলিঙ্গন”

সাজিয়া সুলতানা মিম

তোমার সেই ঠোঁট
আল্ত চুম্বন!
উষ্ণ ক্লান্তি,
ভালোবাসি ভালোবাসি
ঘন দ্বীর্ঘশ্বাস
অনুভবে নিদারুণ শান্তি!

মাঝে মাঝে হঠাৎ ভাজে
পাই নিকোটিনের ছোয়া
কী যে হয়!
কী যে কয়!
ঠোঁট,
স্পর্শনীয় তোমার খোচাঁ দাড়ির চোঁট।

শিরশিরে উঠে শরীর
পেয়ে তোমার আদুরে ঘ্রাণ,
সপ্ত জলে রং মাখিয়ে করে স্নান
জেগে ওঠে স্বপ্নের প্রাণ।
ঠোঁটে ভালোবাসার পূর্ণ অংকন
যেন ঠোঁটের আলিঙ্গন!