ট্রেনের যাত্রী সিটে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ: রাবার বুলেটে আহত ২

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুর রেলষ্টেশনে যাত্রী সিটে বসাকে কেন্দ্র করে যাত্রীদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় জয়পুরহাটের আক্কেলপুর রেলষ্টেশনে জিআরপি পুলিশ সংঘর্ষ ভেঙ্গে দিতে গেলে যাত্রীদের সাথে জিআরপি পুলিশের সংঘর্ষ বাধে। জিআরপি পুলিশ তাদের উপর টিয়ারশেল (রাবার বুলেটের) ছুড়লে গুলিতে দুইজন আহত হন।

আহতরা হলেন, ষ্টেশনে অপেক্ষারত পৌর সদরের হাস্তাবশন্তপুর গ্রামের ইব্রাহিমের পুত্র সুমন (২৫) নামের এক যুবকের মাথায় গুলিবিদ্ধ হয়। অপরদিকে, ষ্টেশনে অপেক্ষারত তিলকপুরের আফজাল হোসেনের পুত্র আমিনুর (৩৪) পায়ে রাবার বুলেট বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের আক্কেলপুর হাসপাতালে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহী গামী তিতুমীর আন্তঃ নগর ট্রেনটি আক্কেলপুর রেলষ্টেশনে পৌছিলে এঘটনা ঘটে।

আক্কেলপুর ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার হাসিবুল আলম বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহী গামী তিতুমীর আন্তঃ নগর ট্রেনটি আক্কেলপুর রেলষ্টেশনে পৌছিলে যাত্রীরা ট্রেনের কামড়ার ভিতরে সিটে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। ট্রেনের ভিতরে থাকা লোকজন ও জিআরপি পুলিশ সংঘর্ষ ভেঙ্গে দিতে গেলে যাত্রীদের সাথে জিআরপি পুলিশের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে জিআরপি পুলিশ যাত্রীদেরকে লক্ষ্যকরে টিয়ারশেল (রাবারবুলেট) গুলি ছুড়ে।

ঘটনাস্থলে আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলামসহ একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ট্রেনটি ১ঘন্টা বিলম্বে রাজশাহীর উদেশ্যে ছেড়ে যায়। বর্তমানে আক্কেলপুর রেলষ্টেশনে উপ্তপ্ত অবস্থা বিরাজ করছে।

স/অ