ট্রেনের ছুটি বাতিল !

নিজস্ব প্রতিবেদক:

ঈদে যাত্রী ভোগান্তি কমাতে রাজশাহী-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদের তিনদিন আগে ‘ঈদ স্পেশাল’ নামের এ ট্রেনটি চলবে। এছাড়া এ রুটে পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস আগের সময়ে চলবে। যাত্রীদের সুবিধাতে আন্তনগর ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার মুঠোফনে রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ রুটের আগের সব ট্রেন নিয়মিত সময়সূচিতেই চলবে। ঈদের পাঁচ দিন আগে (সোমবার) থেকে ঈদের আগে দিন পর্যন্ত আন্তনগর ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঈদের দিন আন্তনগর ট্রেন চলাচল করবে না।

তিনি জানান, রাজশাহী-ঢাকা রুটের বাড়তি একটি ট্রেনের কারণে ঈদের পর কর্মক্ষেত্রে ফেরা মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। এছাড়া ট্রেনের বড়ি না বাড়িয়ে ট্রেন বাড়ানো কথা বললেন এই কর্মকর্তা।

অন্যদিকে যাত্রী হয়রানি বন্ধে রেল পুলিশ ও আনসার সদস্যরা কাজ করবে। ট্রেনের টিকিট বিক্রিতে যাতে কোনও ধরনের সমস্যা না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এছাড়া বিভিন্ন সময় ভ্রামম্যাণ আদাালত পরিচালনা করে দুই দিনে বেশ কয়েকজনকে জেল জরিমানা করা হয়।

 

স/আ