ট্রাম্প সার্কেলে করোনা আক্রান্ত হয়েছেন যারা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেছেন, আক্রান্ত হয়ে তিনি এবার বাস্তবিকভাবেই বুঝতে পারছেন করোনা কী। শুধু ট্রাম্পই নন, তার ঘনিষ্ঠ বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আছেন তার স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়াও।

এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন ট্রাম্পের সহযোগী হোপ হিকস, সহকারী নিকোলাস লুনা, মার্কিন সিনেটর মাইক লি, সিনেটর থম তিলিস, সিনেটর রন জনসন, সাবেক পরামর্শক কেলিয়ান কনওয়ে, ট্রাম্পের প্রচারণা ব্যবস্থাপক বিল স্টিফেন, রিপাবলিকান জাতীয় কমিটির চেয়ারওম্যান রনা ম্যাকড্যানিয়েল ও সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি।

তবে করোনা নেগেটিভ এসেছে ট্রাম্পের কন্যা ও তার জ্যৈষ্ঠ উপদেষ্টা ইভাঙ্কা ও তার স্বামী জারেড কুশনার, ট্রাম্পের ছেলে ডোনাল্ড, এরিক ও ব্যারন, পুত্রবধূ লারা, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের।

 

সূত্রঃ  বাংলাদেশ প্রতিদিন