সিল্কসিটিনিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে সম্ভাব্য সবকিছুই করছেন বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তি ইলন মাস্ক। অন্য বিলিয়নিয়াররা রাখঢাক করে প্রেসিডেন্ট প্রার্থীদের সমর্থন জোগালেও মাস্ক প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন।
তার মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স-এর মাধ্যমে ব্যাপকভাবে ট্রাম্পের প্রচারণা চালাচ্ছেন। ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন কোটি কোটি ডলার অনুদান দেওয়ার পাশাপাশি নির্বাচনী ক্যাম্পেইনে সশরীরে অংশ নিয়েছেন তিনি।
এসবের ফলে সংশ্লিষ্টরা ধারণা করছেন, ট্রাম্প জিতলে তার মন্ত্রিসভায় দেখা যেতে পারে মাস্ককে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প নিজেও তেমন ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, মাস্ককে তিনি ‘সেক্রেটারি অব কস্ট কাটিং’ বানাতে চান।
মাস্ক বরাবরই সরকারি ব্যয় কমিয়ে আনার পক্ষে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্পের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে স্পেস এক্স এবং টেসলার প্রধান নির্বাহী মাস্ক বলেছিলেন, চাইলে মার্কিন বাজেট প্রায় ২ ট্রিলিয়ন ডলার কমিয়ে আনা যায়।
যদিও সেটা কীভাবে বা কোন খাতে সরকারি খরচ কমাতে পারবেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি তিনি।
ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠান ক্যান্টর ফিজেরাল্ডের প্রধান নির্বাহী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, ‘আপনাদের টাকা নষ্ট হচ্ছে আর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি এই সমস্যা ঠিক করবে। আমরা সরকার যেন আপনার পিঠে এবং পকেটে চেপে না বসে, সে ব্যবস্থা করব।’
সূত্র: যুগান্তর