ট্রাম্পের কাছে নালিশ করায় মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংখ্যালঘুদের ওপর সামরিক সরকারের নির্যাতন-নিপীড়ন সম্পর্কে জানানোয় মিয়ানমারে স্থানীয় এক খ্রিস্টান ধর্মীয় নেতার বিরুদ্ধে মামলা করেছে দেশটির সেনাবাহিনী।

ওই ধর্মীয় নেতার নাম হাকালাম স্যামসন। সংঘাতপূর্ণ কাচিন রাজ্যের বাসিন্দা তিনি। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় নিপীড়নের শিকার ব্যক্তিরা চলতি বছরের জুলাই মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।

 

২৭টি দেশের প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন স্যামসনও। এ সময় ট্রাম্পের কাছে অভিযোগ করে বলেন, ‘মিয়ানমারের সামরিক সরকারের দ্বারা খ্রিস্টানরা নিপীড়িত ও নির্যাতিত হচ্ছেন।’ সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় ট্রাম্পকে ধন্যবাদও জানান স্যামসন।