টোকিওতে পাতাল ট্রেনে ছুরি হামলায় আহত ১৭

জাপানের রাজধানী টোকিওতে একটি পাতাল ট্রেনে ছুরি ও আগুন হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় রবিবার (৩১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

খবরে বলা হয়েছে, টোকিওর কেইও লাইনে চলাচলকারী একটি ট্রেনের এক বগিতে ওই হামলাকারী তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় বগিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর তিনি যাত্রীদের ওপর ছুরি হাতে হামলা চালান।

এ ঘটনার সময় সন্দেহভাজন হামলাকারী হ্যালোইন উৎসবের মুখোশ পরা ছিলেন। তার বয়স ২৪ বছর। তবে তার নাম–পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে হামলার কারণ জানাতে পারেনি পুলিশ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন