টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিউজিল্যান্ড সফরে নাজেহাল অবস্থা বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের। ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যাওয়া ভারত, দুই ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় ।

ওয়েলিংটনে প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যাওয়া ভারত, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও পরাজয়ের শঙ্কায় পড়েছে। চলতি টেস্টে হেরে গেলে হোয়াইটওয়াশ হবে ভারত।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে টস হেরে ব্যাটিংয়ে নেমে কাইল জেমিসনের গতির মুখে পড়ে ২৪২ রানে অলআউট ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সামি, জসপ্রীতি বুমরাহদের গতির তাণ্ডবের শিকার হয়ে ২৩৫ রানে অলআউট হয় স্বাগতিক নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার টম লাথাম। এ ছাড়া ৪৯ রান করেন জেমিসন। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মোহাম্মদ সামি, ৩ উইকেট নেন বুমরাহ। দুটি করে উইকেট শিকার করেন রবিন্দ্র জাদেজা।

মাত্র ৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যায় ভারত। ৮৯ রানে দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বি শ, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা ও উমেশ যাদবের উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়েছে ভারত।

ওয়েলিংটনে দুই ইনিংসে ২ ও ১৯ রানে আউট হওয়া ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ক্রাইস্টচার্চে ফেরেন ৩ ও ১৪ রানে। অধিনায়কের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে দলের ওপর। শুধু কোহলিই নন, নিউজিল্যান্ড সফরে প্রত্যাশিত ব্যাটিংয়ে ব্যর্থ ভারতের সিনিয়র ব্যাটসম্যানরা। যে কারণে ওয়েলিংটনে হেরে যাওয়া এশিয়ার অন্যতম সেরা দলটি ক্রাইস্টচার্চেও পরাজয়ের শঙ্কায় পড়েছে।