টেস্ট ক্রিকেটে প্রাণ আনতে শচীনের পরামর্শ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের তিন প্রান্তে এখন চলছে তিনটি টেস্ট সিরিজ।ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। সেখানে ব্যাট-বলের দুর্দান্ত লড়াই জমিয়ে তুলছে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি।

এদিকে ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখাচ্ছে ভারত।আর স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে সমানতালে লড়ছে নিউজিল্যান্ড।

লংগার ভার্সনের এ খেলা মাঝেমধ্যে জমে উঠলেও এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকে।৫ দিনের এ খেলায় দর্শকখড়া লেগেই আছে।খেলোয়ারদেরও অনেক অভিযোগ, অনেকে টেস্ট খেলায় আগ্রহ দেখান না।

একসময়ের বনেদি এ খেলায় প্রাণ ফেরাতে দামি পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকার।

টেস্ট ক্রিকেটকে বাঁচানোর জন্য প্রাণবন্ত পিচ তৈরির প্রস্তাব দিয়েছে তিনি।লিটল মাস্টার বলেন, ভালো মানের পিচই একমাত্র পাঁচদিন ধরে লড়াই জমিয়ে রাখতে পারে।আর ভালো লড়াই হলে দর্শকরাও টেস্ট ক্রিকেট দেখার প্রতি ঝুকবে।

শচীন বলেন,ভালো মানের পিচ হলে খেলার একঘেঁয়েমি আসবে না।টান টান উত্তেজনা থাকবে। উদাহরণ হিসেবে অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন,ক্রিকেটের তীর্থভূমিতে রোমাঞ্চকর ক্রিকেট হয়েছে।ম্যাচের চতুর্থ দিন জোফরার বাউন্সারে চোট পান স্মিথ।শেষ দিন দুই দলেরই ম্যাচ জয়ের সমান সুযোগ তৈরি হয়।বলে আর্চার,ব্যাটে স্মিথ শো।দর্শকরা এরকম উচ্চমানের ক্রিকেট দেখতেই তো টিকিট কেটে মাঠে আসে।

মুম্বাইয়ের হাফ ম্যারাথনের অনুষ্ঠানে ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরিয়ান বলেন,শুধু ব্যাটিং সহায়ক উইকেট হলে রানের ফুলঝুরি হবে।এতে ম্যাচের উত্তেজনা থাকবে না।সেক্ষেত্রে টেস্ট ক্রিকেট পরীক্ষার মুখে পড়বে।কিছুদিন আগে ইংল্যান্ডে বিশ্বকাপ হলো। আর এখন অ্যাশেজ চলছে। সবাই এখন টেস্ট ক্রিকেট নিয়েই মাতামাতি করছে।প্রাণবন্ত উইকেটই একমাত্র টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার মোক্ষম উপায়।