বুধবার , ৪ সেপ্টেম্বর ২০১৯ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টেস্টে বেপরোয়াভাবে জয় পেতে চাইবে আফগানরা : ডমিঙ্গো

Paris
সেপ্টেম্বর ৪, ২০১৯ ৯:৫৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামীকাল বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রধান কোচের পদে অভিষেক হতে যাচ্ছে রাসেল ডমিঙ্গোর। তবে ডমিঙ্গো মনে করেন, ‘আফগানিস্তান চমক দিতে চাইবে। কিন্তু রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো পরিচিত খেলোয়াড় থাকায় সেই চমক কিছুটা হলেও কম থাকবে। কারণ তাদের খেলার ধরন আগে থেকেই টাইগারদের কাছে পরিচিত।’

গতকাল মঙ্গলবার দুপুরে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনের ফাঁকে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

একমাত্র টেস্ট প্রসঙ্গে সাবেক প্রোটিয়া কোচ বলেন, ‘আফগানিস্তান তাদের টেস্ট অভিযান শুরু করতে যাচ্ছে। তাই তারা বেপরোয়াভাবে জয় পেতে চাইবে। এখানকার পরিস্থিতি তাদের সাহায্য করবে এমনটাই অনুভব করবে তারা। কারণ তারা যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে তবে জয় পাওয়া তাদের জন্য কঠিন হবে।’

অবশ্য আফগানদের বিপক্ষে জয়ের জন্য সাকিব আল হাসানের ওপর আস্থা রাখছেন কোচ ডমিঙ্গো। কারণ সাকিব সম্পর্কে উচ্চ ধারণাই পোষণ করেন ডমিঙ্গো বলেন, ‘সে (সাকিব) শীর্ষস্থানীয় অলরাউন্ডার। তাই তার কাছে সব সময় প্রত্যাশা বেশি থাকে এবং তার প্রত্যাশাও অনেক উঁচুতে। সব ফরম্যাটে তার পারফরম্যান্স অত্যন্ত চমৎকার। আমার প্রত্যাশা সে আরো উন্নতি করবে এবং নিজেকে ধরে রাখবে।’

এ ছাড়াও আফগানিস্তানের স্পিন আক্রমণ নিয়েও কথা বলেন ডোমিঙ্গো। সাবেক প্রোটিয়া কোচ বলেন, ‘তাদের স্পিনাররা অত্যন্ত ভয়ঙ্কর। স্বল্প দৈর্ঘ্য ক্রিকেটে আমরা দেখেছি তারা কেমন ভয়ঙ্কর হতে পারে। যদিও এটা ভিন্ন ফরম্যাট তবে নিঃসন্দেহে এখানেও তারা ভয়ঙ্কর হতে পারে।

সর্বশেষ - খেলা