সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৯ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টেস্টে বিরাট-রোহিতই আমার রেকর্ড ভাঙতে পারে : লারা

Paris
ডিসেম্বর ১৬, ২০১৯ ৯:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডেভিড ওয়ার্নার নয়, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও সীমিত ওভারের ফরম্যাটে সহ-অধিনায়ক রোহিত শর্মাই টেস্টে তার ৪০০ রানের রেকর্ড ভেঙে দিতে পারেন বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্রায়ান লারা।

শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এসে এই প্রশ্নের মুখে পড়তে হয় কিংবদন্তি ব্রায়ান লারাকে। যার জবাবে তিনি বলেন, ওয়ার্নার বা অতীতের ক্রিস গেল, ইনজামাম উল হক, সনাৎ জয়াসূরিয়া বা ম্যাথু হেইডেনের ক্ষমতা ছিল এই রেকর্ড ভাঙার। কারণ ওরা সবাই আগ্রাসী ব্যাটসম্যান।

তিনি বলেন, আক্রমণাত্মক খেলোয়াড়রাই রেকর্ড ভাঙার পক্ষে উপযুক্ত। বিরাট কোহলি, রোহিত শর্মারা যেভাবে খেলে, তাতে ওরা দেড়দিন সময় পেলে নিশ্চিতভাবেই আমার রেকর্ড ভেঙে দিতে পারবে।

সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৩৩৫ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার। সেই সময় ইনিংস ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। এ বিষয়ে লারা বলেছেন, পেইনের সঙ্গে আমার কথা হয়েছে। ও বলেছে, ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত ওর একার ছিল না। এটা দলের সিদ্ধান্ত ছিল। মনে হচ্ছিল ওয়ার্নার ৪০০ রানে দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টির পূর্বাভাসও ছিল।

সর্বশেষ - খেলা