টেস্টের জন্য আলাদা ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজেই মাশরাফিদের ব্যাটিং পরামর্শক হিসেবে নীল ম্যাকেঞ্জিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাকেঞ্জি ওয়ানডে ও টি ২০ ফরম্যাট নিয়ে কাজ করবেন।

এবার টেস্টের জন্য আলাদা একজন ব্যাটিং কোচ খুঁজছে বাংলাদেশ। বেশ কয়েকজনের সঙ্গে আলোচনাও হয়েছে। এছাড়া নারী নির্যাতনসহ বিভিন্ন বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত ক্রিকেটারদের বিরুদ্ধে আরও বেশি কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এ বিষয়ে বেশকিছু নীতিগত সিদ্ধান্তও নিয়েছে বোর্ড। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ওয়ানডে ও টি ২০ দলের জন্য একজন ব্যাটিং পরামর্শক নেয়া হয়েছে। এখন টেস্ট দলের জন্য ব্যাটিং কোচ নেয়ার পরিকল্পনা বোর্ডের রয়েছে।’

কয়েক মাস পরপরই কোনো না কোনো ক্রিকেটারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিতে বা নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন মোসাদ্দেক হোসেন সৈকত। নারী কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে এর আগে সাব্বির রহমানসহ বেশ কয়েকজনকে বড় ধরনের আর্থিক জরিমানা করা হয়েছে। এসব দেখেও শিক্ষা নিচ্ছেন না বাকিরা।

বিসিবি এখন থেকে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু জরিমানা নয়, ভিন্ন কিছুর চিন্তাও করছে বোর্ড। এ নিয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এটা (অনৈতিক কর্মকাণ্ড) তাদের একান্ত ব্যক্তিগত, পারিবারিক ব্যাপার। অভিভাবক হিসেবে আমাদের যেটা করণীয় তা আমরা করব। বোর্ডের অবস্থান এসব ব্যাপারে কঠোর হবে। সভাপতি দেশের বাইরে আছেন। তিনি যাওয়ার আগে এসব নিয়ে আলোচনা করেছেন। মোসাদ্দেকের বিষয়টা সামনে আসার আগে অন্য ঘটনাগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে, সেটা শিগগিরই জানানো হবে।’

মোসাদ্দেকের বিষয়ে আলাদা কোনো সিদ্ধান্ত নেয়া হবে কিনা? সিইও বলেন, ‘মোসাদ্দেকের স্ত্রী মামলা করেছেন। ওটা আদালতেই নিষ্পত্তি হোক। আমাদের করণীয় আমরাই করব। এগুলো নিয়ে খুব শিগগিরই বসব, সংশ্লিষ্ট ক্রিকেটারদের ডাকা হবে। তাদের বক্তব্য শুনব।’

এদিকে রবি জাতীয় দলের স্পন্সরশিপ প্রত্যাহার করার পর এশিয়া কাপের আগে নতুন স্পন্সর খুঁজছে বিসিবি। নিজামউদ্দিন বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের স্পন্সরশিপ থেকে রবি তাদের প্রত্যাহার করে নিয়েছে। বিষয়টা আমরা গ্রহণ করে নিয়েছি। আমাদের কয়েকজন খেলোয়াড় অন্য টেলিকম কোম্পানির সঙ্গে ব্র্যান্ডিংয়ে যুক্ত থাকায় রবির আপত্তি ছিল। আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। কিন্তু সেটা পুরোপুরি সমাধান না হওয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। তবে আমাদের মনে হয়েছে বিষয়টা তাদের অন্য কৌশলগত কারণে হতে পারে। আমরা তাদের এ ব্যাখ্যা পুরোপুরি গ্রহণ করতে রাজি নই।’

তিনি বলেন, ‘রবির সঙ্গে আলোচনার পর বেশকিছু পদক্ষেপ নিয়েছিলাম। সাকিব আল হাসানের সঙ্গে একটা মোবাইল কোম্পানির চুক্তি ছিল, সেটা বাতিল করেছিল সে। তামিম ইকবাল বাতিল করেছে, মাশরাফি মুর্তজার সঙ্গে গ্রামীণের চুক্তি বাতিলও প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তাই রবির সিদ্ধান্ত হতবাক করার মতো। এটা আমাদের জন্য দুঃখজনক। তবু বোর্ডের পক্ষ থেকে রবিকে ধন্যবাদ জানাই।’