‘টেনে পাথর নিক্ষেপকারীদের আদালতে সোপর্দ করতে হবে’

চলন্ত রেলে পাথর নিক্ষেপ করে যাত্রীর অপমৃত্যুরোধ এবং করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে রেলযাত্রীদের পরিবহন নিশ্চিত করার তাগাদা দিয়েছেন বাংলাদেশর রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মদ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রেলওয়ে জেলা পরিদর্শনের সময় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই তাগাদা দেন তিনি।

অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মদ বলেন, চলন্ত রেলে পাথর নিক্ষেপের কারণে অনেক সময় নিরীহযাত্রীর প্রাণহানি ঘটে। এটা রোধ করতে হবে। যাতে নিরাপদে যাত্রীগণ গন্তব্যে পৌঁছতে পারেন।

কোনো যাত্রীর অপমৃত্যু কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে। সব মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন নিশ্চিত করতে হবে, যাতে করোনা সংক্রমণরোধ করা যায়।’

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, অতিরিক্ত আইজিপি পুলিশ লাইন্সে অবস্থিত স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং একটি ফলদ বৃক্ষচারা রোপণ করেন। এরপর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ