টেক্সাসের স্কুলে গুলি: পুলিশের বিরুদ্ধে ‘ভুল সিদ্ধান্ত’ নেওয়ার অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রাথমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু নিহতের ঘটনায় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ ‘ভুল সিদ্ধান্ত’ নিয়েছে। স্টিভেন ম্যাকক্র নামে ওই কর্মকর্তা শুক্রবার এক উত্তপ্ত সংবাদ সম্মেলনে একথা  বলেছেন।

প্রধান নিরাপত্তা কর্মকর্তা স্টিভেন ম্যাকক্র বলেন, ‘এতে যদি কোনো উপকার হয় তাহলে আমি ক্ষমা চাইবো। ’

ম্যাকক্র বলেন, পুলিশ সদস্যরা বন্দুকধারীর অবস্থান নেওয়া কক্ষে প্রবেশ করতে দেরি করেছিলেন কারণ তারা মনে করেননি যে তখনও ঘাতক সক্রিয় ছিল।

তবে ভেতরে থাকা শিক্ষার্থীরা বারবার ফোন করে পুলিশ আসার জন্য মিনতি করছিল।

ম্যাকক্র নিশ্চিত করেছেন, পুলিশ ইউনিটের ঘটনাস্থলে পৌঁছানোর ৪০ মিনিট পর শ্রেণিকক্ষে অভিযান চালানো হয়। স্থানীয় পুলিশের বদলে সীমান্ত রক্ষী এজেন্টদের একটি বিশেষ দল ওই অভিযান চালায়।

উল্লেখ্য, ঘাতক বন্দুকধারী তরুণ সালভাদর রামোস কক্ষের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল।

ঘটনাস্থলে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তা স্কুলের দারোয়ান কক্ষের চাবি নিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। কারণ তারা ভেবেছিলেন, হয় শিশুরা তখন আর কোনো ঝুঁকির মধ্যে ছিল না কিংবা কেউই আর ততক্ষণে বেঁচে নেই।

পুলিশ বিলম্বিত প্রতিক্রিয়া ও স্কুলের বাইরে অপেক্ষমান উদ্বিগ্ন বাবা-মায়ের সঙ্গে পুলিশের আচরণের ভিডিও ফুটেজ জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নও বেড়েছে।

 

সুত্রঃ কালের কন্ঠ