টেকনাফে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মৌচনী লবণ মাঠ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, রবিবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের মৌচনী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে এমন সংবাদে লেদা বিওপির একটি বিশেষ টহলদল সেখানে কৌশলে অবস্থান নেয়। এ সময় ছু্রিখালের এলাকা দিয়ে দুজন লোককে বস্তা কাঁধে নিয়ে মৌচনী গ্রামের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে ধ্বংস করা হবে।

সূত্র: কালের কন্ঠ