টি-টোয়েন্টিতে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড ডি ককের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেতৃত্ব পাওয়ার পর যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন কুইন্টন ডি কক। দল হিসেবে দক্ষিণ আফ্রিকা ভালো করছে। উইকেটের পেছন সামলানোর সঙ্গে ডি কক ব্যাট হাতেও ছড়াচ্ছেন আলো।

এবার দেশের ক্রিকেটের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন ডি কক। শুক্রবার ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ১৭ বলেই ফিফটি তুলে নেন ২৭ বছর বয়সী প্রোটিয়া অধিনায়ক।

ম্যাচে ২২ বলে ৬৫ রানের এক টর্নেডো ইনিংস খেলেন ডি কক। কিন্তু দলকে জেতাতে পারেননি। শ্বাসরুদ্ধকর লড়াইটি ২ রানে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারী ইংল্যান্ড।

প্রসঙ্গত টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির মালিক ভারতের যুবরাজ সিং। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটির রেকর্ড গড়েন তিনি।

তালিকার দুই নম্বরে আছেন অপরিচিত এক মুখ। গত বছর লুক্সেমবার্গের বিপক্ষে ১৩ বলে হাফসেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম ওঠান অস্ট্রিয়ার ব্যাটসম্যান মির্জা আহসান।

১৪ বলে ফিফটি করে এ তালিকায় তিন নম্বরে নিউজিল্যান্ডের কলিন মুনরো। ১৫ বলে ফিফটি আছে সৌদি আরবের ফয়সাল খানের। বাংলাদেশের বিপক্ষে সিলেটে ২০১৮ সালের ডিসেম্বরে ১৬ বলে হাফসেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। তিনি আছেন পাঁচ নম্বরে।

টি-টোয়েন্টিতে ১৭ বলে হাফসেঞ্চুরির রেকর্ডে কুইন্টন ডি কক ছাড়াও নাম আছে আয়ারল্যান্ডের পল স্টার্লিং, নেদারল্যান্ডসের স্টিফেন মাইবার্গ আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।