টি-টেন লিগে বাংলাদেশের দল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০১৭ সালে প্রথম আসরেই সাড়া ফেলে টি-টেন লিগ। গেল বছর ঢের উত্তেজনা ছড়ায় ১০ ওভারের এ টুর্নামেন্ট। এবার সেই উন্মাদনা আরও ছড়িয়ে দিতে বাংলাদেশের দল যুক্ত করেছেন আয়োজকরা। নতুন দলটির নাম ‘বাংলা টাইগার্স’।

দলটির মালিক ইয়াসিন চৌধুরী ও সিরাজউদ্দিন আলম। সংযুক্ত আরব আমিরাতে ব্যাপকসংখ্যক প্রবাসী বাংলাদেশি থাকায় সুযোগটি নিয়েছেন তারা। পাশাপাশি দল গঠনের ক্ষেত্রে ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ-ভালোবাসাও বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। দলে টাইগার তারকা ক্রিকেটারদের মিলনমেলার প্রত্যাশা করছেন তারা।

টি-টেন লিগের চেয়ারম্যান শাজি-উল মুলক বলেন, ‘বাংলা টাইগার্সকে’ আমরা সুস্বাগত জানাচ্ছি। গেল আসরে বেঙ্গল টাইগার্স নামে একটি দল খেলে। এবার সেটির নাম পাল্টে দিল্লি বুলস করেছেন মালিকরা। বাংলাদেশের ক্রিকেটারদের ওপর দৃষ্টি রাখতে এটি আমাদের বড় সুযোগ করে দিয়েছে। দলটি দেশটির ক্রিকেটের চেতনা প্রতিনিধিত্ব করবে।

৯ দলের এ প্রতিযোগিতার অংশ হতে পেরে উচ্ছ্বসিত ‘বাংলা টাইগার্সের’ অন্যতম মালিক ইয়াসিন চৌধুরী। তিনি বলেন, টি-টেন ক্রিকেটের মতো জনপ্রিয় টুর্নামেন্টের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের আশা, এখানকার বাংলাদেশি সম্প্রদায় খেলা দেখতে আসবে এবং দলকে সাহস জোগাবে।

বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়াড়দের দলভুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বিশিষ্ট এ ব্যবসায়ী বলেন, আশা করছি- জাতীয় দলের কমপক্ষে পাঁচজন খেলোয়াড়কে এখানে আনতে পারব। নিজেদের সেরাটা দিয়ে টুর্নামেন্টে লড়াই করতে চাই আমরা।

দলটির মালিকানায় আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাবেক সচিব ও বিসিবি পরিচালক সিরাজউদ্দিন আলমও। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে সাত লাখ বাংলাদেশি আছেন। তাদের সঙ্গে দেশের ক্রিকেটভক্তরা আমাদের দলকে সমর্থন দেবেন বলে প্রত্যাশা করছি। গোটা স্টেডিয়ামে দলের জন্য প্রবাসী বাংলাদেশিদের চিৎকার শুনতে পেলে ভালো লাগবে।

আগামী ১৪ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আসন্ন টি-টেন লিগ-২০১৯। খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। ২৪ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের লিগের। সব ম্যাচ হবে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।