টিকে থাকার লড়াইয়ে টস হারলেন মাহমুদউল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৫তম ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে আগে ব্যাটিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।

লিগ পর্বের শেষ ভাগে এসে বিপিএলের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন একটি ম্যাচ হারলেই কোয়ালিফাইং পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। ৭ ম্যাচে খুলনা টাইটানসের জয় মাত্র একটি, রয়েছে টেবিলের তলানিতে। অনেকেই তাদের শেষ চারের সম্ভাবনার শেষ দেখে ফেলেছেন।

তবে কাগজ-কলমে টাইটানসদের আশা এখনও শেষ হয়নি। এজন্য তাদের শেষ ৫ ম্যাচই জিততেই হবে। হারলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। ভালো অবস্থায় নেই রংপুরও। হারলে চাপে পড়ে যাবে রাইডার্সরাও। ৭ ম্যাচে ৩ জয় ও ১ হারে আছে পঞ্চম স্থানে।

খুলনা টাইটানস একাদশ: জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, আল আমিন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড উইজ, তাইজুল ইসলাম, ইয়াসির শাহ, জুনায়েদ খান ও সুভাশীষ রায়।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ফারহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম ও সোহাগ গাজী।