শুক্রবার , ১ জুন ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টাঙ্গাইলে কাজির লাশ উদ্ধার

Paris
জুন ১, ২০১৮ ১২:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টাঙ্গাইলে শামসুল আলম (৬০) নামের কাজির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কাগমারা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শামসুল আলম টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ার বাসিন্দা।

শামসুল আলম টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কাজি (নিকাহ্ রেজিস্ট্রার) হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, সকালে কাগমারা এলাকায় ধানক্ষেতে একটি লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলেও ওসি জানান।

সর্বশেষ - জাতীয়