টাকা নিয়ে বিএনপির কোনো প্রার্থী সরে দাঁড়ালে বহিষ্কার – বেলাল

আদমদীঘি প্রতিনিধি :
আওয়ামী লীগের প্রার্থীর কাছে টাকা নিয়ে ম্যানেজ হয়ে বিএনপির মনোনীত কোনো প্রার্থী সরে দাঁড়ালে তাকে বহিষ্কার করা হবে। শুধু তাই নয় দলের স্বার্থে আরো কঠিন সিদ্ধান্ত নেয়া হতে পারে। এ নির্বাচন শুধু ভোটের লড়াই নয় এটি দলীয় আদর্শের লড়াই। বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্মআহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল এসব কথা বলেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক আলহাজ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির যুগ্মআহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, বিএনপির মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু, জাতীয়তাবাদী নির্মান শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক লায়ন ফরিদ আহমেদ, বিএনপি নেতা এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, মোস্তাফিজুর রহমান মুকুল, মনছুর আলী, মতিউর রহমান টিটু, কাউন্সিলর প্রার্থী স্বপন ও মুক্তা প্রমুখ।

উল্লেখ্য, সান্তাহার পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপি থেকে দুইজন প্রার্থী হতে প্রচারনা চালিয়ে মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুল কুদ্দুছের কাছে ম্যানেজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা।

স/আ.মি