টাইফুনে হতাহতের জন্যে দায়ী কর্মকর্তাদের শাস্তি পেতে হবে: উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ায় টাইফুনে হতাহতদের রক্ষায় ব্যর্থতার জন্যে স্থানীয় কর্মকর্তাদের ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে শনিবার দেশটির ক্ষমতাসীন দলের পত্রিকা রডং শিনমুনের খবরে বলা হয়েছে, বেশ কিছু হতাহতের কারণে নেতৃবৃন্দ দায়িত্বহীনতার জন্যে নগর ও প্রাদেশিক কর্মকর্তাদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে টাইফুন মেসাকের কারণে উত্তর কোরিয়া জুড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ভিডিও ফুটেজে কাঙউন প্রদেশের উনসন শহরের রাস্তাঘাট তলিয়ে যেতে দেখা গেছে। এতে হতাহত হয়েছে বেশ কিছু লোক। তবে ঠিক কতোজন আহত, নিখোঁজ কিংবা মারা গেছে তা সুনির্দিষ্টভাবে খবরে উল্লেখ করা হয়নি।

তবে পত্রিকার খবরে আরও বলা হয়, কিম জং উনের নেতৃত্বাধীন ওয়ার্কাস পার্টি অব কোরিয়ার নির্দেশনা সত্ত্বেও কর্মকর্তারা ঝুঁকিতে থাকা সম্পদসমূহ সার্বিকভাবে চিহ্নিত এবং বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এ কারণে দায়ীদের দলীয়, প্রশাসনিক ও আইনীভাবে মারাত্মক শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন