শনিবার , ২১ আগস্ট ২০২১ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টাইগারদের সামনে র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে ওঠার সুযোগ

Paris
আগস্ট ২১, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের অবস্থান নড়বড়ে- এটা সবার জানা। সেই টিম টাইগারই এবার র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে ওঠার মুখে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে এই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মাসে দেশের মাটিতে হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে  উঠবে বাংলাদেশ।

২৩৪ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১০ নম্বরে। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের পরের চারটি ম্যাচ হবে- ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বিকেল ৪টায়। সিরিজটি ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসি র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৪।

তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে। সিরিজে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ, তবে ২৪১ রেটিং নিয়ে অবস্থান হবে ৬ নম্বরে। ২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে মাত্র একবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালের ওই ম্যাচে টাইগাররা হেরেছিল ১৫ রানে।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১০বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোতেই পরাজয় সঙ্গী হয়েছে। এবার টাইগাররা সেই জয়ের বন্ধ্যাত্ব ঘুচাতে পারবে কি-না, সেটিই দেখার বিষয়। আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড। এরপর তিন দিন তারা হোটেলে কোয়ারেন্টিনে থাকবে। কোয়ারেন্টিন শেষে শুরু হবে অনুশীলন। ইতোমধ্যে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম এবং ফিন অ্যালেন ঢাকায় এসেছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা