টাইগারদের ব্যাটিং ধস; মুখ খুললেন সিডন্স

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় দিনটি নিজের করে নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম দিন নিয়েছিলেন ৩ উইকেট। গতকাল নেন আরও ৩টি। সব মিলিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। তার ঘূর্ণিতে প্রথম ইনিংসে ৪৫৩ রানে গুঁড়িয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তাইজুলের আলোকিত দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন পার করেছে ৪১ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তুলে। ফলোঅন এড়াতে আরও ১১৪ রানের টার্গেটে খেলবে মুমিনুল বাহিনী। হাতে আছে ৫ উইকেট। ভরসার প্রতীক হয়ে ২৪ রানে ব্যাটিং করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। প্রথমবার টেস্ট খেলতে নেমে তামিম ইকবাল ৪৭ রান করেন। নাজমুল শান্ত ৩৩, মাহামুদুল হাসান জয় শূন্য, লিটন দাস ১১ ও অধিনায়ক মুমিনুল হক করেন ৬ রান।

দক্ষিণ আফ্রিকার করা ৪৫৩ রানের জবাবে দ্বিতীয় দিন ৬ উইকেটে ১৩৯ রানে শেষ করেছে বাংলাদেশ। অতিথিরা এখনও ৩১৪ রানে পিছিয়ে। চোখ রাঙানো ফলোঅন এড়াতে এখনও করতে হবে আরও ১১৫ রান! অথচ শুরুর চাপ সামলে নিয়ে তামিম ৫৭ বলে ৮ চারে ৪৭ রানের ইনিংস সাজান।

শিষ্যের চোখ জুড়ানো ব্যাটিংয়ের পর বাজে আউট হওয়ায় আক্ষেপ ঝরল টাইগার ব্যাটিং কোচ জেমি সিডন্সের কণ্ঠে, ‘আমার মনে হয় তামিম একটি চারের খোঁজে ছিল। যা দিয়ে ফিফটিতে পৌঁছতে চেয়েছিল। সে আসলে ভুলে গিয়েছিল কিভাবে পুরো ইনিংসটি সাজিয়েছিল। পা ক্রস না করে সোজাসুজি দারুণ খেলছিল। আমি মনে করি তার আগ্রাসন, পেসাদের প্রতি আক্রমণে যেভাবে ইনিংসটি বড় করছিল, ভালো ছিল। আমাদের ড্রেসিংরুমে স্বস্তি এনে দিয়ছিল। ৪৭ রানের ইনিংসটি ঝকঝকে ছিল। যেভাবে এগিয়ে যাচ্ছিল সেভাবে যদি ইনিংসটি বড় করতো তাহলে দারুণ হতো।’

সাজঘরে ফেরার পর ব্যাটিং কোচের সঙ্গে সঙ্গে কথা বলেছেন শান্ত ও মুমিনুল। হাতেনাতে দুজনের ভুল ধরিয়ে দেন সিডন্স, ‘আমি দুজনের সঙ্গে কথা বলেছি। দুজনই বলটা লেগ সাইডে খেলতে চেয়েছিল। অথচ তাদের পা একটুও নড়েনি। বল পেছনের প্যাডে আঘাত করেছিল। আর সামনের পা ছিল অফ সাইডে। আমাদেরকে এগুলো নিয়ে তাদের সঙ্গে কাজ করতে হবে। এটা মানসিক এবং টেননিক্যাল ভুল আমি বলবো। যেটা খুব সহজেই দূর করা যাবে। এটা আমাদেরকে দ্রুতই শুধরে নিতে হবে।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন