টাইগারদের দায়িত্ব নিতে ফের ঢাকায় সিডন্স

জাতীয় দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সিডন্স। বুধবার বাংলাদেশে এসে পৌঁছান ৫৭ বছর বয়সী এই কোচ।

জাতীয় দলে সিমন্সের ভূমিকা প্রসঙ্গে বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, জেমি সিডন্সকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে।

তিনি আরও বলেন, আপনারা জানেন, অ্যাশওয়েল প্রিন্স আমাদের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। সো, দুজন আমাদের এখন ব্যাটিং কোচ আছেন, স্পেশালিস্ট ব্যাটিং কোচ। এখন পর্যন্ত যেটা আছে, প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে, হেরেছে ১৬টি।

ওয়ানডেতে ৮৪ ম্যাচে অংশ নিয়ে ৩১টিতে জয় পেলেও হেরে যায় ৫৩ ম্যাচে। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটের ৮ ম্যাচে অংশ নিয়ে সবগুলোতে হেরে যায় বাংলাদেশ।

 

সূত্রঃ যুগান্তর