টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শুরুতেই রোহিতের পতন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ব্যাট করছে ভারত। এরই মধ্যে আবারও শফিউল ইসলামের গতির শিকার রোহিত শর্মা। ভারত সেরা এ ওপেনার তিন ম্যাচের সিরিজে এ নিয়ে দুইবার শফিউলের শিকার হলেন। প্রথম টি-টোয়েন্টিতে শফিউলের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। সেই ম্যাচে ৯ রানে আউট হওয়া রোহিত আজ ফিরলেন ৬ বলে মাত্র ২ রান করে।

সিরিজের প্রথম দুই ম্যাচ হয়েছে দিল্লি আর রাজকোটে। আজ তৃতীয় ও সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হচ্ছে নাগপুরে।

শুধু তাই নয়, নাগপুরের অতীতের পরিসংখ্যান বলে এখানে স্পিন বেশি কার্যকর হয়। রাতে খেলা হওয়ায় টস বড় ফ্যাক্টর। টস ভাগ্যের ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য।

এই মাঠে অতীতে ১১ ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করা দল ৮বার জিতেছে। অতীতের এই পরিসংখ্যানই বলে দেয় আগে ব্যাট করলে ভালো হতো।

যদিও বাংলাদেশ দলের অধিনায়ক টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বাংলাদেশ দলে একটি পরিবর্তন। ইনজুরির কারণে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।