টনি ব্লেয়ার এখন ‘স্যার টনি’

নবর্ষের প্রথম দিন থেকেই ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পরিচিত হবেন ‘স্যার টনি’ নামে। টনি ব্লেয়ার, ব্রিটিশ রাজপুত্র চার্লসের স্ত্রী ডাচেস অব কর্নওয়েল ক্যামিলা ও লেবার পার্টির রাজনীতিবিদ ও কূটনীতিক ব্যারোনেস আমোসকে অর্ডার অব দ্য গার্টারের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এ কারণেই ব্লেয়ার পরিচিত হবেন স্যার টনি নামে।

রানির ব্যক্তিগত পছন্দে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। ১৩৪৮ সাল থেকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য সিংহাসনে ক্ষমতাসীন রাজা/রানি তার পছন্দ অনুযায়ী উপহার হিসেবে এ সম্মাননা দিয়ে থাকেন।

১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ও ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত লেবার পার্টির নেতৃত্ব দিয়েছেন টনি ব্লেয়ার। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে কূটনীতিক হিসেবে  টনি ব্লেয়ার দায়িত্ব পালন করেছেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন