টঙ্গীতে পোশাক কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক

সিল্কসিটিনিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকায় দুটি পোশাক কারখানায় দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত প্রায় আড়াই হাজার শ্রমিকের সঙ্গে বুধবার রাতে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৮ পুলিশ সদস্যসহ অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আহত শ্রমিকদের মধ্যে ৮ জনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রাত সোয়া ১১টা পর্যন্ত আরও ৩০ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়েছে টঙ্গী সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরতদের সাথে পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়ায় টঙ্গী বিসিক রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। এতে প্রায় অর্ধ শতাধিক শ্রমিক আহত হন। আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক।