ঝড় তো আপনারাই ওঠাচ্ছেন: প্রধান বিচারপতি

সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনারা মিডিয়ায় অনেক কথা বলবেন। এটা ঠিক নয়, ঝড় তো আপনারাই ওঠাচ্ছেন। আমি কিন্তু আপনারা বলছি, আপনাকে নয়।’

রবিবার (২০ আগস্ট) বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশ সংক্রান্ত শুনানিতে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

এরপর বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষকে আগামী ৮ অক্টোবর পর্যন্ত সময় দেন আপিল বিভাগ।

 

সূত্র: বাংলা ট্রিবিউন