‘ঝুঁকি নেয়ার চেয়ে অপেক্ষা করা ভালো’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একজনেরও জীবন ঝুঁকিতে ফেলার চেয়ে খেলা শুরুর জন্য আরও অপেক্ষা করাকে সঠিক পথ বলে মনে করছেন জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা সভাপতির মতে, করোনাভাইরাসের দুর্যোগ কাটার আগেই লিগগুলো চালু করা হবে দায়িত্বজ্ঞানহীনের চেয়েও খারাপ কিছু।

ফিফা সভাপতির মতে, পরিস্থিতি শতভাগ ঠিক হওয়ার আগ পর্যন্ত কোনো প্রতিযোগিতা মাঠে গড়ানো উচিত হবে না।

তিনি বলেন, কোনো খেলা, প্রতিযোগিতা, লিগের জন্য একজন মানুষের জীবনও ঝুঁকিতে ফেলা ঠিক নয়। সবার এই জিনিসটা পরিষ্কারভাবে মাথায় রাখা উচিত।

ইনফান্তিনো বলেন, পরিস্থিতি শতভাগ নিরাপদ না হলে প্রতিযোগিতা ফের শুরু করা হবে দায়িত্বজ্ঞানশূন্যের চেয়ে বেশি কিছু। যদি আমাদের আরও সময় অপেক্ষা করতেই হয়, আমরা অবশ্যই সেটা করব। ঝুঁকি নেয়ার চেয়ে অপেক্ষা করা ভালো।