ঝিনাইদহে ‘সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ’-র জেলা পর্যায়ের চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে সাঁতারু অন্বেষণ প্রতিযোগীতা ‘সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ’ এর জেলা পর্যায়ের চুড়ান্ত বাছাই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম সংলগ্ন পুকুরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ-বাহিনী কর্মকর্তা কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাইমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জীবন কুমার বিশ্বাস প্রমুখ ।

 

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগীতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগীতায় বয়স ভিত্তিক ৪ টি ইভেন্টে ২০ টি হিটের মাধ্যমে ১০৫ জন সাঁতারু অংশ নেয়। প্রতিযোগীতা শেষে দুপুর ১২ টার দিকে চুড়ান্ত ভাবে নির্বাচিত ২০ জন সাঁতারুকে ইয়েস কার্ড ও পুরষ্কার প্রদান করেন অতিথিরা। ইয়েস কার্ড প্রাপ্তদের পরবর্তিতে ঢাকায় উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে।

 

বিপুল সংখ্যক সাঁতার প্রেমী নারী-পুরুষ উপস্থিত থেকে প্রতিযোগীতা উপভোগ করেন।
স/শ