সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৯ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয় বাংলা শ্লোগান এখন সবার: রাবির সাবেক ভিসি 

Paris
ডিসেম্বর ১৬, ২০১৯ ৮:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
জয় বাংলা ম্লোগান এখন সবার। এটা আর কোন দলের স্লোগান নয়। ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারা জয় বাংলা শ্লোগান দিয়ে যুদ্ধে ঝাপিয়ে ছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধারা জিন্দাবাদ কখনই বলেননি।

আজ রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে কাটাখালীস্থ মাসকাটাদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিজয় দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক।

প্রধান অতিথি আরো বলেন, আমি একজন শিক্ষক। আমি সবসময় শিক্ষার্থীদেও মাঝে বক্তব্য দিতে পছন্দ করি। জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলের উপদেষ্টা করেছেন। সেকারণে শিক্ষকের পাশাপাশি রাজপথেও রয়েছি। আপনাদের যেকোন কাজে আমার সহযোগিতা পরামর্শ পাবেন ইনশাল্লাহ।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।

এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আখতার জাহান, অধ্যক্ষ এসএম একরামুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, আলফোর রহমান, সাবেক দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যার মনসুর আলী, পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজদার রহমান, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এ্যাড. আব্দুস সামাদ মোল্লাহ, কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী, জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভিন, সাধারণ সম্পাদক এড. নাসরিন আখতার মিতাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করা হয়।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত