শুক্রবার , ১ এপ্রিল ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয়ের দুর্দান্ত ক্যাচে রেকর্ড গড়লেন খালেদ

Paris
এপ্রিল ১, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ

ডারবান টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত খেলছেন পেসার খালেদ ও ব্যাটার মাহমুদুল হাসান জয়। খালেদ তার বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন, তবে জয় তার কারিশমা দেখাচ্ছেন ফিল্ডিংয়ে। ব্যাটিংয়ে নামলে হয়তো সেখানেও উজ্জ্বল থাকবেন।

তবে আপাতত ফিল্ডিংয়ে জন্টি রোডসের দেশে এ সাবেক তারকাকে মনে করিয়ে দিচ্ছেন।

প্রথমে ৮৩তম ওভারে তৃতীয় ডেলিভারিতে উইয়ান মোল্ডারকে শূন্যরানে ফেরান খালেদ। এ উইকেটের কৃতীত্ব অনেকটা জয়কে দিতেই হয়।

তার আউটসুইং ডেলিভারিটি মোল্ডারের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় গালিতে। সেখানে দাঁড়ানো মাহমুদুল হাসান দর্শনীয় এক ডাইভে লুফে নেন সেই ক্যাচ। বাঁ দিকে ঝাঁপিয়ে জয়ের ক্যাচ ধরা ছিল দেখার মতো।

মধ্যাহ্নভোজ বিরতির পর সেই খালেদের আরো একটি ডেলিভারিতে দর্শনীয় ক্যাচ ধরেন জয়। উইলিয়ামসের বিদায় ঘটে।

অফ স্টাম্পের বাইরে লেংথ বলে ড্রাইভ করার চেষ্টা করেন লিজাড উইলিয়ামস। ব্যাটের কানায় লেগে বল যায় গালির দিকে। বেশ গতিতে আসা নিচু হওয়া বলে ডান দিকে ঝাঁপিয়ে দারুণ রিফ্লেক্স ক্যাচ নেন জয়।

অভিষিক্ত উইলিয়ামস ৩২ বলে ১২ রান করেছেন। সাইমন হার্মারের সঙ্গে নবম উইকেটে গড়েছেন ৩৪ রানের জুটি।

উইলিয়ামসকে দিয়ে খালেদ দেখা পেলেন তার চতুর্থ উইকেটের। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিংয়ের রেকর্ডও নিশ্চিত করলেন।

আগের সেরা ছিল ২০১৭ সালে ব্লুমফন্টেইনে শুভাশিস রায়ের ১১৮ রানে ৩ উইকেট।

এ প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৯ উইকটে ৩৩২।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা