জয়পুরহাট স্টেশনে ‘পঞ্চগড়’ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: আগামী ২৫ মে থেকে পঞ্চগড়-ঢাকা রুটে চলবে বিরতিহীন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন। জয়পুরহাট রেলষ্টেশনে ট্রেনটির যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছেন জয়পুরহাটের নাগরিক সমাজ।

মঙ্গলবার কেন্দ্রীয় মসজিদের সামনে শহরের জিরো পয়েন্ট এলাকায় ঘন্টাব্যপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী প্রেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য দেন, জেলা নাগরিক সমাজের আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডল, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য ও আক্কেলপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হত বাবলু, কমরেড শাহজামান তালুকদার, কমরেড ওবায়দুল্লাহ মুসা, কমরেড বদিউজ্জামান বদিসহ নানা শ্রেণী পেশার মানুষ।

এ সময় বক্তারা উদ্বোধনের দিন থেকে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি জয়পুরহাট জেলা শহরের রেলস্টেশনে যাত্রা বিরতি না দেওয়া হলে জয়পুরহাটের নাগরিক সমাজ বৃহত্তর কর্মসূচী দেওয়ার হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে তারা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।

স/শা