জয়পুরহাট চিনিকলে বয়েলিং পাইপ বিস্ফোরনে প্রকৌশলীসহ ৫জন দগ্ধ

জয়পুরহাট প্রতিনিধিঃ
আগামী ৯ ডিসেম্বর জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরুর প্রাক্কালে মিলের বয়েলিং হাউজ পরীক্ষামূলক চালুর সময় স্টিম লাইনের পাইপ বিস্ফোরণে একজন প্রকৌশলীসহ ৪ জন শ্রমিক  গুরুত্বর দগ্ধ হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

তারা হলেন, মিলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান কিবরিয়া (৩৮), মিল কর্মী মোঃ নাজমূল হোসেন (৩০), আব্দুল হান্নান (৩২) ও লুৎফর রহমান (৪২)। বিস্ফোরন হওয়ার ফলে পাইপের গরম পানিতে তারা দগ্ধ হয়।

0005-copy

আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহত আরো ৩জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনার পরপরই ফায়ার বিগ্রেডের একটি দল ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কার্য চালায়।

মিল সুত্রে জানা যায়, শুক্রবার জয়পুরহাট চিনিকলের ফ্যাক্টরির অভ্যন্তরে বয়েলিং হাউজের স্টিম লাইনের পাইপ হঠাতই বিকট শব্দে ফেটে যায়। এতে পাইপ ফেটে ৫ জন আহত হন।তাদেরকে গুরুত্বর অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তির পর বিকেল সাড়ে ৫ টায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শাহজাহান কিবরিয়া ও মিল কর্মী নাজমূল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স/শ