জয়পুরহাটে স্বাস্থ্য সুরক্ষায় উন্নত চুলা ব্যবহারে কর্মশালা(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
বিশ্ব জলাবায়ু পরিবর্তন,সবুজ পৃথিবী গড়ার লক্ষে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ধোয়ামুক্ত লাকড়ীর উন্নত চুলা (লাক্রার কুক স্টোভ)এর উদ্বোধন ও এর ব্যবহার নিয়ে জয়পুরহাটে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় বে-সরকারী সংস্থা স্বপ্ন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরুজ্জামন।

ধোয়ামুক্ত লাকড়ীর উন্নত চুলা (লাক্রার কুক স্টোভ) এর ব্যবহার নিয়ে আলোচনা করেন লাক্রার গ্রীন এনার্জীর লিমিটেড’র চেয়ারম্যান মইন উদ্দিন ও অর্থ পরিচালক মাইনুল ইসলাম ।

স্বপ্ন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রকিবুল হাসানের সভাপতিতে এসময় আরো উপস্থিত ছিলেন স্বপ্ন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রধান উপদেষ্টা রাজেস পোদ্দার, পরিচালক সোহেল রানা, আমতলী ফাউন্ডেশনের মহা সচিব আবু তাহের শেখ সহ কর্মশালায় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি, স্থানীয় ব্যবাসায়ী ও গৃহিনীরা উপস্থিত ছিলেন।

স/অ