জয়পুরহাটে বালিকা বিদ্যালয়ে সততা দোকান চালু

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে দূর্ণীতি বিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন ও শিক্ষার্থীদের সুবিধার জন্য সততা স্টোর চালু করা হয়েছে।

সোমবার বিকালে বিদ্যালয়ের মধ্যে এই দোকান উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন, ছকিনা আক্তারসহ অন্যরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সততা ও নিষ্ঠা গড়ে তোলার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের টিফিনের কথা চিন্তা করে এই দোকান উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা দোকান থেকে পছন্দমত পন্য নিয়ে সেখানে রাখা বাক্সে মুল্য পরিশোধ করবে এতে করে শিক্ষার্থীরা তাদের দায়িত্ববোধ এবং সততার শিক্ষা গ্রহন করবে সেই সাথে তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে। এই ধরনের স্কুল জয়পুরহাটে প্রথম চালু করা হল।

স/অ