জয়পুরহাটে নতুন ১২ জনের শরীরে করোনা শনাক্ত, মোট ১৪৪

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

জয়পুরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪ জনে।

রবিবার নতুন ১২ জন শনাক্তের মধ্যে ক্ষেতলাল উপজেলার এক করোনা রোগীর সংস্পর্শে রামপুরা গ্রামের ৩ জনসহ ক্ষেতলাল উপজেলায় ৮ জন, পাঁচবিবি উপজেলা ৩, সদর উপজেলা ১ জন।

এদিকে গোপীনাথপুর আইসোলেশন থেকে মোট ৩৭ জন করোনা আক্রান্ত রোগী করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোববার সকালে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবেরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে পাঠানো রিপোর্টে ৩২৮ জনের নমুনা পরীক্ষায় ৩১৬ জনের নমুনা নেগেটিভ হলেও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত ও গোপীনাথপুর আইসোলেশনে থাকা ৪ জন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেলিম মিঞা।

করোনা আক্রান্ত ১২ জন হলেন,  ক্ষেতলাল উপজেলার রামপুরা গ্রামের ২৫ বছরের যুবতী ও ৭ বছরের শিশু ও ৩৫ বছরের নারী,তালসন গ্রামের ২৭ বছরের যুবক, তেলাবদুল গ্রামের ১৮ বছরের যুবতী, নারায়নপাড়া গ্রামের ১৯ বছরের যুবক, ঠনঠনিয়া গ্রামের ৩৬ বছরের যুবক,কৃষ্ণনগর গ্রামের ২৪ বছরের যুবক,পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের ৩৫ বছরের যুবতী, রসুলপুর গ্রামের ২৫ বছরের যুবতী, ১২ বছরের শিশু, সদর উপজেলার ৩৫ বছরের নারী।

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, জয়পুরহাটে ৯০ ভাগ করোনা রোগী ঢাকা,গাজীপুর নারায়নগঞ্জ ফেরত। কিছু রোগী এদের সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছে। এজন্য জেলার বাহির থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা ছাড়াও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলেই আরও সচেতন হতে হবে। আক্রান্তদের জেলা স্বাস্থ্য বিভাগের গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশনে নেওয়ার কাজ চলছে।

স/অ

আরো পড়ুন …

ভালোবেসে পাকিস্তানি তরুণকে বিয়ে করলেন জয়পুরহাটের তরুণী (ভিডিও)