জয়পুরহাটে জেলা পরিষদের ২২কোটি সাড়ে ৪লাখ টাকার বাজেট ঘোষনা

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার দুপুরে ২২কোটি ৪ লাখ ৫৪ হাজার ৪৩৮ টাকার বাজেট ঘোষনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

 

এ উপলক্ষে আয়োজিত সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাসিমা আক্তার, এনটিভি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি প্রভাষক শাহজাহান সিরাজ মিঠু, জেলা পরিষদ সদস্য প্রভাষক সুমন শাহা, আব্দুর রহিম স্বাধীন মাষ্টার, মিজানুর রহমার টিটো, আব্দুল হান্নান মিঠু,নাসিমা আকতার,আফজাল হোসেন,গোলাম রাব্বানী, ঠিকাদার আ’লীগ নেতা মীর রেজাউল করিম প্রমূখ।

সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান গ্রামীন রাস্তা-ঘাট, হাট-বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাজেট পেশ করেন। এ সমস্থ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে আয়ের উৎস হিসাবে ধরা হয়েছে জেলা পরিষদের মালিকাধীন পুকুর, খেয়াঘাট, দোকান ও মার্কেট ইজারা থেকে প্রাপ্য অর্থ এবং সরকারি ও দাতা সংস্থার অনুদান থেকে সম্ভাব্য অর্থ তহবিল।

 

এ ঘোষিত বাজেটের ২২কোটি ৪লাখ ৫৫হাজার টাকার মধ্যে ১৩কোটি ২৮লাখ ৪৫হাজার ৫শ টাকা উন্নয়ন খাতে ব্যয়সহ মোট ব্যয় ২১কোটি ৩১লাখ ৯৫হাজার ৫শ’ টাকা এবং ৭২লাখ৫৮হাজার ৯৩৮টাকা উদ্বৃত্ত (স্থিতি) ধরা হয়েছে ।

স/শ