জয়পুরহাটে জমে উঠেছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ স্থান আইনজীবীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বেড়েছে আইনজীবীদের দৌড়ঝাঁপ।

 

সম্পাদক মন্ডলীসহ ১৬টি পদে ২টি প্যানেলে ৩২ জন প্রার্থী অংশ নিয়েছে। প্যানেল দুটি হলো আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

 
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী সভাপতি পদে লড়ছেন সাবেক সভাপতি এড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সহ-সভাপতি পদে ২ জন অজিত চন্দ্র মন্ডল ও শাহজাহান আলী মন্ডল-২, সাধারণ সম্পাদক পদে স্পেশাল পিপি এড. ফিরোজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. এম রায়হান নবী, অর্থ সম্পাদক পদে এড. গোলাম ছরোয়ার বকুল, গ্রন্থাগার সম্পাদক এড. নিগার সুলতানা (রিক্তা) প্রচার প্রকাশনা সম্পাদক এড. শহিদুল ইসলাম-২, আপ্যায়ন ক্রীড়া, সাংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক এড. স্বপন কুমার তালুকদার, নিরীক্ষা সম্পাদক এড. খলিলুর রহমান মন্ডল, সদস্য পদে ৬ জন হলেন- এড. ফজলুর রহমান তালুকদার, এড. শ্রী উদয় সিংহ, এড. মাহাবুব আনোয়ার ফারুকী (রাঙ্গা), এড. মাসুম রব্বানী মন্ডল, এড. ইউসুফ আলী, এড. মামুন কবির লাবু, এড. মুর্শিদা বেগম।

 
বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম তালুকদার তরুণ, সহ-সভাপতি এড. আবু তাহের সরদার ও এড. আব্দুল মোমেন ফকির, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এড. শাহানুর রহমান শাহিন, অর্থ সম্পাদক এড. আবু হেনা মোজাহিদুল ইসলাম রাজু, গ্রন্থাগার সম্পাদক এড. হারুনুর রশিদ, প্রচার প্রকাশনা সম্পাদক এড. নূর আলম মলিক, আপ্যায়ন ক্রীড়া, সাংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক এড. আলমগীর কবির, নিরীক্ষা সম্পাদক এড. আইয়ুব আলী এবং সদস্য পদে ৬ জন হলেন- এড. আবু তালেব মন্ডল, এড. শাহিনুর রেজা বানু শানু, এড. মামুনুর রশিদ-২, এড. নাসিমুস সাকালাইন টিটো, এড. হুমায়ন কবির দেয়ান, এড. রিনাত ফেরদৌসি রিনি।

 
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এড. আব্দুর রহমান (২), ডেপুটি নির্বাচন কমিশনার এড. নূর আলম মলিক।

 
সহকারী নির্বাচন কমিশনার এড. সৈয়দ ফিরোজ খান নুন, এড. মো. রেজাউল করিম-১, এড. মো. শফী উদ্দীন, এড. মাফিজুল সরকার, এড. এস এম বেলাল মাহবুব। মোট ভোটার সংখ্যা ১৮৪।

 
উলেখ্য, আগামী ২৬ নভেম্বর নির্বাচন। বিএনপি জতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সদস্য পদে ১ জন প্রার্থী মনোনয়ন না দেয়ায় সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স/শ