জয়পুরহাটে জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ভাদসা ইউনিয়নকে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদমুক্ত ইউনিয়ন হিসাবে ঘোষনা করেছে প্রশাসন।

আজ বুধবার দুর্গাদহ বালিকা বিদ্যালয়ে ভাদসা ইউপি আয়োজিত সন্ত্রাস, মাদক জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভায় এই ঘোষনা দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মোকাম্মেল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার রশিদুল হাসান, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আমিনুল ইসলাম ও সদর থানার ওসি সেলিম হোসেন। আসম মোক্তাদির তিতাসের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হাই মুকুল মাস্টার, প্রবিন শিক্ষক উত্তম কুমার প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা হাত তুলে ভাদসা ইউনিয়নকে মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদমুক্ত করার অঙ্গিকার করে।

অনুষ্ঠান শেষে স্কুল মাঠে বজ্রপাত প্রতিশেধক হিসাবে তাল গাছের বিজ রোপন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

স/অ