জয়পুরহাটে চারদিনে কর আদায় হয়েছে ৫৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
“উন্নয়নের শীর্ষে যাবো যথাযত আয়কর দিব”এই শ্লোগানে জয়পুরহাটে চার দিনব্যাপী উপ-কর কমিশনারের আয়োজনে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আয়কর মেলার সমাপ্তি ঘটে। আজ রোববার বিকেল পর্যন্ত ১২টি স্টলের মাধ্যমে এই কর গ্রহন চলে।

মেলায় রিটার্ন দাখিল হয়েছে ২,৫৬৯ টি, যার মাধ্যমে কর আদায় হয় ৫৩ লাখ ২০ হাজার ৭২১ টাকা। এছাড়াও ৫,২৩০ জনকে কর সংশ্লিষ্ট সেবা প্রদান করা হয়, ইলেকট্রিক করদাতা সনাক্তকরণ রেজিষ্টেশন হয়েছে ১০২ টি।
২০১৮ সালে জয়পুরহাটে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে প্রথম হয়েছেন কালিচরণ দ্বিতীয় হয়েছেন আহসান কবির এপ্লব,তৃতীয় হয়েছেন জাহিদুল ইসলাম।

দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা হলেন-আব্দুস সামাদ ,বজ্র কিশোর সাহা, তরুণ সর্বোচ্চ কর দাতা-শাহরিয়ার কবির মেহেদী, মহিলা সর্বোচ্চ কর দাতা হিসেবে দ্বিতীয় বারের মত নির্বাচিত হন রাজিয়া সুলতানা।

জয়পুরহাট উপ-কর-কমিশনার জহুরুল ইসলাম জানান, আমাদের যে লক্ষ্য ছিল তা অর্জিত হয়েছে,গতবারের চেয়ে এবার প্রায় দ্বি-গুণের মত কর আদায় হয়েছে।

স/অ