জয়পুরহাটে গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ
‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ এই স্লোগান নিয়ে জয়পুরহাটে বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাস জেলা ও উপজেলা পর্যায়ে নিরাপদ নিবাস সচেতনামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।

আজ বৃহস্পতিবার দিনব্যাপি এই শহরের ক্যাফে অরেঞ্জ চাইনিজ রেষ্টুরেন্টে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বসুন্ধরা এলপিজি’র হেড অব ডিভিশন সেলস মীর টিআই ফারুক রিজভী।

তিনি বলেন, বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে পরীক্ষার পর বাজারজাত করা হয় ফলে এটি নিরাপদ সুরক্ষা নিশ্চিত করে এবং গুনগত মান রক্ষা করে।

কর্মশালায় উপস্থিত থেকে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন চিত্র নায়িকা পপি।

এসময় উপস্থিত ছিলেন, এলপি গ্যাসের সেলস এন্ড এ্যাক্টিভেশন টিম এর উর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় পরিবেশকসহ প্রমুখ। সচেতনতামুলক এই ক্যাম্পেইনে ১৫০ জন গৃহিনী অংশগ্রহন করেন। এর আগে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে একইধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

স/অ