জয়পুরহাটে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে প্রেসক্লাব চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এর আগে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে একুশে টেলিভিশন ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু ।

কেক কাটা শেষে একুশে টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, দৈনিক জয়পুরহাট খবরের সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোলায়মান আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম মন্ডল, সহ-সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক তিতাস মোস্তাফা, এনটিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি শাহাজান সিরাজ মিঠু, নিউজ টুয়েন্টিফোর ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী, যুমনা টেলিভিশন ও মানবজমিনের জেলা প্রতিনিধি আবদুল আলিম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এরশাদুল বারী তুষার, বাংলাদেশ জিটিভির জেলা প্রতিনিধি খ ম আব্দুর রহমান রনি, সময় টিভি ও দৈনিক আমাদের সময়ের শাহিদুল ইসলাম সবুজ, সমকালের শাহারুল আলম, ইনকিলাবের আবু মুছা ও মাছরাঙ্গা টেলিভিশনের আল মামুন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ।

স/অ