জয়পুরহাটের ২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ ভোট কারচুপির অভিযোগ এনে জয়পুরহাট-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী আ স ম তিতাস মোস্তফা ও জয়পুরহাট-২ আসনের বিএনপির প্রার্থী আবু ইউসুফ মো. খলিলুর রহমান ভোট বর্জন করেছেন। রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

রোববার দুপুরে জয়পুরহাট-১ আসনের জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী আ স ম তিতাস মোস্তফা জেলা জাতীয় পার্টির কার্যালয় এবং জয়পুরহাট-২ আসনের বিএনপির প্রার্থী আবু ইউসুফ মো. খলিলুর রহমান জয়পুরহাট শহরের থানা পাড়া এলাকায় নিজ বাড়ীতে গণমাধ্যম কর্মীদের ডেকে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ এনে এ নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।

স/শা